May 28, 2023, 6:05 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জয় নেহাল মানবিক ইউনিটের কর্ণধার দৈনিক কুষ্টিয়ার প্রধান সম্পাদক জয় নেহাল এর পিতা কুষ্টিয়া সরকারি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর নেহাল উদ্দিন শেখ ইন্তেকাল করেছেন।
৫ এপ্রিল বুধবার বাংলাদেশ সময় আনুমানিক সকাল ৮.৩০ মিঃ সময়ে আমেরিকা বোস্টনের গুড সামারিটান মেডিকেল সেন্টার হাসপাতালে শেস নিঃশ^াস ত্যাগ করেন। এসময় জয় নেহাল সেখানে উপস্থিত ছিলেন।
প্রফেসর নেহাল উদ্দিন শেখএর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে দৈনিক কুষ্টিয়ার সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর ড. আমান। তিনি এক বার্তায় বলেন নেহাল উদ্দিন কুষ্টিয়ার একজন স্বনামধন্য শিক্ষাবিদ ছিলেন। তার দীর্ঘ শিক্ষাজীবন শিক্ষার প্রসারে ব্যাপক ভুমিকা রেখে গেছে। দৈনিক কুষ্টিয়া পরিবারের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।
আরও কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু, কুষ্টিয়া সরকারি কলেজ একাউন্টিং সোসাইটি, জয় নেহাল মানবিক ইউনিট সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
অধ্যাপক মোহাম্মদ নেহাল উদ্দিন শেখের জন্ম কুষ্টিয়ার হরিপুর গ্রামে। তার শিক্ষা গ্রহন জীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ। তিনি ১৯৫৭ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১৯৫৯ সালে ৫ম স্থান অধিকার করেন। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টেন্সিতে মাষ্টার ডিগ্রী অর্জন করেন। সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। উনি ব্রিজ খেলায় বিশেষ পারদর্শী ছিলেন। সলিমুল্লাহ মুসলিম হল ঢা. বি. ১৯৬২/৬৩ সালে ব্রীজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এবং তৎকালিন গভর্নর আজম খানের নিকট থেকে পুরষ্কার গ্রহন করেন।
প্রফেসর নেহাল উদ্দিন শেখ ও তার স্ত্রী ২০০৫ সালে পবিত্র হজ্ব পালন করেন। উনার দুই পুত্র জয় নেহাল এবং হাসিব রিনেট স্বপরিবার বোস্টনে বসবাস করছেন।
প্রফেসর নেহাল উদ্দিন শেখ কুষ্টিয়া সরকারী কলেজ, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ, খুলনা আজম খান কমার্স কলেজ এবং কুমিল্লা ভিক্টরিয়া কলেজে অধ্যাপনা করেন। নিউইয়রকের পাবলিক স্কুলেও দীর্ঘ দিন টিচার হিসাবে চাকরী করেন । তিনি ১৯৯৪ সাল থেকে আমেরিকাতে বসবাস করছেন । ছাত্র জীবনে স্বনামধন্য অভিনেতা মরহুম রাজু আহমেদ , বিশিষ্ট স্পেশালিষ্ট এফ আর সি এস ডাক্তার এস আর খাঁন , কুষ্টিয়া পৌরসভার চেয়ারম্যান বদরুদ্দৌজা চৌধুরী গামা তার স্কুলের সহপাঠী ছিলেন।
তার শেষ ইচ্ছে অনুযায়ী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার মৃতদেহ বাংলাদেশে এনে কুষ্টিয়া পৌর গোরস্তানে দাফন হবে। জানাজার স্থান ও সময় পরে জানানো হবো।
Leave a Reply