November 12, 2024, 6:13 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ। একই সাথে একুশের চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথের অঙ্গীকার করেছে তারা।
একুশের প্রথম প্রহরে কুষ্টিয়ার কালেক্টরেট চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।
রাতেই জেলার বিভিন্ন সরকারী দপ্তরের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সকালে উন্মুক্ত বেদীতে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। অংশ নেন বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ও পেশাজীবি সংগঠন।
রাত থেকেই শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি নিয়োজিত করা হয় স্কাউট, বিএনসিসি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের।
দুপুর পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদন।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেশে বাংলা ভাষার সর্বব্যাপী প্রচলনের উপর আবারো তাগিদ দেন। তারা বলেন যে লক্ষ্যে সেদিন তাজা প্রাণ ঝরেছিল সে লক্ষ্য এখনও বাস্তবায়িত হয়নি। ভাষার অধিকার এসেছে বটে, ভাষার সার্বজনীনতা সৃষ্টি হয়নি এখনও। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার করেই এটা সম্ভব।
Leave a Reply