February 11, 2025, 9:00 pm
হুমায়ুন কবির/
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের তৃতীয় শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী নিশান আম গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
রবিবার (২৩ মে) সকাল সাড়ে দশটার সময় উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের আব্দুস সালামের ছেলে নিশান (১০) বাড়ির পাশে আম গাছ থেকে আম পাড়ার সময় ডাল ভেঙ্গে নিচে পড়ে যায়। এতে তার মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত লেগে গুরুতর আহত হয়
বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের ৬ নম্বর বেডে চিকিৎসাধীন আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার শামীম মাহমুদ জানান, নিশানের মাথায় ও বুকে গুরুতর আঘাত লেগেছে।
তবে আশঙ্কামুক্ত রয়েছে শিশু নিশান।
Leave a Reply