February 7, 2025, 12:37 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সংবিধানে ইসলাম রাষ্ট্রধর্কে মেনে নিলেও বাংলাদেশ চলছে ধর্মনিরপেক্ষ নীতির ভিত্তিতে বলে প্রতিবেদন করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বাংলাদেশে মার্কিন দূতাবাসের ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন ২০২০: বাংলাদেশ’-এ এসব কথা বলা হয়েছে।
এ প্রতিবেদনে উঠে এসেছে ২০১৬ সালে এক হিন্দু পুরোহিতকে হত্যার দায়ে চরমপন্থী গোষ্ঠী জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে অভিযুক্ত করে মৃত্যুদন্ড।
প্রতিবেদনে বলা হয় যে কোন সম্ভাব্য সহিংসতা বন্ধে সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনায়, উৎসব ও অনুষ্ঠানে আইন প্রয়োগকারী সদস্যদের মোতায়েন করা হয়। উদাহরণ হিসেবে এসেছে হিন্দুদের একটি উৎসবের সময় নির্বাচন দেওয়ায় শিক্ষার্থী ও ধর্মীয় গ্রুপগুলো প্রতিবাদ বিক্ষোভ করে। পরে জানুয়ারিতে ঢাকার সিটি করপোরেশন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
Leave a Reply