October 2, 2023, 3:09 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়াতে সামাজিক সংগঠন স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র উদ্যোগে আলো সেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় একটি হ্যান্ড ওয়াশ ট্যাংক স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের চর কুঠিপাড়া জামে মসজিদে এই হ্যান্ড ওয়াশ ট্যাংক স্থাপন করা হয়। উদ্বোধন করেন স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র সভাপতি সাদিক হাসান রহিদ।
উপস্থিত ছিলেন অত্র ওয়াডের কাউন্সিলর এস এম আতাউর গণি ওসমান মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন,মুসল্লী নায়েব আলী, মোঃ উজ্জল, মোঃ আমজেত, জামাল প্রমুখ।
Leave a Reply