December 2, 2023, 6:52 pm
দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লে আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। স্বতন্ত্র নির্বাচনে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের ইমরান খাজাকে। গত জুলাইয়ে শশাঙ্ক মনোহার দায়িত্ব থেকে পদত্যাগের পর আইসিসির অন্তর্র্বতীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ইমরান খাজা।
চেয়ারম্যান নির্বাচনে ভোটিং হয়েছে দুইবার। প্রথমবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ভোট পাননি বারক্লে। তবে দ্বিতীয়বার প্রোটিয়াদের মাধ্যমেই কাঙ্ক্ষিত ১১টি ভোট পূরণ হয়েছে বারক্লের।
বারক্লে পেশাগতভাবে একজন আইনজীবী। খেলাধুলার চরম ভক্ত বারক্লে ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক পদে রয়েছেন গ্রেগ বারক্লে। সবশেষ কিউই বোর্ডের প্রধানও ছিলেন তিনি।
২০১৫ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের অন্যতম পরিচালক ছিলেন তিনি।
Leave a Reply