December 12, 2024, 3:16 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের রেললাইন সংলগ্ন জনসাধারনের চলাচলের জন্য পৌরসভা কতৃক নির্মিত একটি রাস্তা হঠাৎ করেই বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ। এতে চরম বিপাকে পড়েছে রেল লাইন সংলগ্ন বসবাসকারী হাজার হাজার মানুষ। রেল কতৃপক্ষের এ ধরনের তোঘলকি সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করেছে জনসাধারন। একজোট হয়ে তারা স্মারকলিপি দিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসনকে। তার আগে এলকাবাসী কয়েকদিন ধরে স্বাক্ষর সংগ্রহ করে।
জানা গেছে সম্প্রতি কুষ্টিয়া পৌরসভা শহরের বাবর আলী গেইট থেকে কোর্ট ষ্টেশন পর্যন্ত ১৫ ফিট চওড়া আর.সি.সি ঢালাই রাস্তা ও পাকা ড্রেন নির্মাণ করে। রাস্তাটির বাবর আলী গেইট থেকে শুরু হয়ে কুষ্টিয়া মিউনিসিপ্যাল বাজার পর্যন্ত আসে। এত করে জনসাধারনের চলাচল অনেক সহজ হবার পাশাপাশি শহরের প্রধান সড়কের উপর চাপও কিছুটা লাঘব হতে থাকে। এ সড়কটি কোর্ট স্টেশন হয়ে মজমপুর গেট হয়ে আরো অগ্রসর করার পরিকল্পনা রয়েছে পৌর কতৃপক্ষের। কিন্তু এর মধ্যে বাধ সেঁধে বসে রেল কতৃপক্ষ। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনের উর্দ্ধতন কতৃপক্ষের কয়েকজন গত ৬ অক্টোবর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ষ্ট্রেট অফিসার মোঃ নুরুজ্জামান কুষ্টিয়া শহরের রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামেন।
এ সময় তিনি ঐ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেন এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থদন্ড আদায় করেন। রেলের পাশে রাস্তা নির্মাণ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। এর কয়েকদিন পর লোহার ব্যারিকেট দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয় রেলওয়ে কতৃপক্ষ। বাবর আলী গেইট, মিউনিসিপ্যাল বাজার ও কোর্ট ষ্টেশন এলাকায় মোট তিন জায়গায় লোহার ব্যারিকেড দেয়া হয়।
এ ধরনের কাজ করায় চরম দূর্ভোগে পড়ে এলাকাবাসী।
রাস্তাটি খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নামে ওই সড়কের পাশ দিয়ে বসবাসরত জনসাধারণ। এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার গণস্বাক্ষর সংগ্রহ করা হয় এবং শনিবারে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বরাবর একটি স্মারকলিপিও জমা দেয় এলাকাবাসী।
স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও খুলনা বিভাগের সাধারণ সম্পাদক খন্দকার রহমত আলী, পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর থান এ করিম অকুল, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি খন্দকার কানিজ ফাতেমা।
এলাকাবাসীর প্রশ্ন জনসাধারনের চলাচলের জন্য নির্মিত রাস্তা বন্ধ করে দিয়ে কি মেসেজ দিচ্ছেন রেল কতৃপক্ষ ? তারা জানান পৌরসভা কতৃপক্ষ যে কাজটি করেছে তা তো সরকারের অর্থে জনগনের সুবিধার্থে তাহলে সেটি বন্ধ করার কাজ টি রেল কতৃপক্ষ কিভাবে করে।
এলাকাবাসীর অভিযোগ রাস্তাটি এমনভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসও ঢুকতে পারবে না। এছাড়াও প্রসূতি মা, বৃদ্ধ-বৃদ্ধারা অটো বা রিক্সাতে চলাচল করলেও এখন তা করতে পারবেনা।
কুষ্টিয়া জেলা প্রশাসক বিষয়টি দেখবেন বলে আশ^াস দিয়েছেন বলে জানান তার কাছে স্মারকলিপি প্রদান করতে যাওয়া জনসাধারন।
কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী জানান এ এলাকার জনগনের দাবির প্রেক্ষিতেই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। করোর বন্ধ করে দেয়ার জন্য নয়। তিনি বিষয়টি কথা বলবেন বলে জানান।
Leave a Reply