November 7, 2024, 11:12 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সরকার বেঁধে দেয়া নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির অপরাধে কুষ্টিয়ার মিরপুরের নয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মিরপুর পৌর এলাকার মিরপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
নেতৃত্ব দেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।
অর্থপ্রাপ্তরা হলেন- মিরপুর বাজারের সবজি ব্যবসায়ী আব্বাস, মেহেদী, হাফিজুল, রহমত, খোকন, শাহজাহান, হাশেম, আতিয়ার ও সবুর। তাদেরকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রিট রকিবুল হাসান জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলুর দাম বেশি নেওয়ায় ওই নয়জন ব্যবসায়ীর প্রত্যেককে ৫০০ টাকা করে মোট সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারের প্রতিটি দ্রব্যের বিক্রয়মূল্য প্রর্দশনের নিদের্শ দেওয়া হয়েছে।
Leave a Reply