December 13, 2024, 2:01 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান তরুণ আওয়ামী লীগ নেতা, কুমারখালী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনির হাসান রিন্টুকে নিয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে। তার সকল অর্জন ও গৌরব ক্ষুন্ন করতে একটি মহল মাঠে নেমেছে। মহলটি ইউনিয়নের জুন ২০১৮ মাসের ভিজিডি চাউল সঠিকভাবে বিতরণ হয়নি বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এখানে ওখানে অভিযোগ দায়ের করে চলেছে। এ বিষয়ে কুমারখালী উপজেলা নিবার্হী অফিসারের দেয়া একটি পরিপত্রে দেখা যায় ঐ মাসে চাউলের সঠিক বিতরণ সম্পন্ন হয়েছে।
এই অপপ্রচারের প্রেক্ষিতে চেয়ারম্যান মনির হামান রিন্টুর ৩০ সেপ্টেম্বরের একটি আবেদনের ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ১ অক্টোবর দেয়া পত্রের আলোকে ইউএনও তার পরিপত্রে জানান জুন ২০১৮ মাসের ভিজিডি ঐ মাসেই বিতরণ না হলেও তা নভেম্বর মাসে বিতরণ করা হয়েছে। বিতরণের সময় সেখানে ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী উপস্থিত ছিলেন। ইউএনও উক্ত চাউল সঠিকভাবে বিতরণ হয়েছে মর্মে প্রতীয়মান হয়েছে বলে তার পত্রে উল্লেখ করেছেন।
এ বিষয়ে মনির হাসান রিন্টু দৈনিক কুষ্টিয়াকে বলেন মহলটি নানাভাবে তাকে হেয় করতে উঠে পড়ে নেমেছে। যে বা যারা ই এর সঙ্গে জড়িত থাকুক জনগন তাদেরকে প্রতিহত করবে। তিনি সবাইকে ধৈর্য্য সহকারে অপেক্ষা করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানান। তিনি বলেন সত্যের জয় হবে।
Leave a Reply