October 1, 2023, 10:16 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, রাজবাড়ী/
সড়কের ওপর বালি ও নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করায় রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার তালতলা এলাকা থেকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী বাজার পর্যন্ত অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ হাবিব। এ সময় সড়ক ও জনপথ বিভাগ রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী মো. আশিকুর রহমান ও জেলার আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় দুজন বালি ব্যবসায়ীকে জরিমানা ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply