December 2, 2023, 5:21 pm
হুমায়ুন কবির /
খোকসা উপজেলা থেক্রে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক দ্রোহ’র ১৮ম বর্ষ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সাপ্তাহিক দ্রোহের দেড়যুগ পূর্তি উপলক্ষ্যে সংবাদপত্রের প্রধান কার্য্যলয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে এক উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন ফিতা কেটে দেড়যুগ পূর্তির বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন এবং অনলাইনের বাটন টিপে ই-পেপারের আনুষ্ঠানিক সম্প্রচার করেন।
দ্রোহের সম্পাদক তমা মুন্সীর সভাপতিত্বে এ উৎসবে আরও বক্তব্য রাখেন দ্রোহের স্বপ্নদ্রষ্ঠা আব্দুস সালাম খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ কমান্ডার ফজলুল হক, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীন এবং সমাপনী বক্তব্য রাখেন “দ্রোহের” ব্যবস্থাপনা সম্পাদক তাজবির আহম্মেদ রাজা।
এ উৎসবে আরও উপস্থিত ছিলেন, দ্রোহের সাব-এডিটর সঞ্জয় বিশ্বাস, সাব-এডিটর ফাহিম শাওন, চিফ রিপোর্টার মাধুরী মুন্সী, স্টাফ রিপোর্টার সুমন বিশ্বাস, নাজমুল হাসান, আরিফুল ইসলাম, প্রেস ক্লাবের সহ সভাপতি রঞ্জন ভৌমিক, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মাসুদ, সজীব খান, স্টাফ রিপোর্টার হুমায়ুন কবীর, স্থানীয় সাংবাদিক ডালিম, মিলন খান, আকরাম হোসেন, লেখক শেখ আব্দুল মান্নানসহ, স্থানীয় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply