May 29, 2023, 12:44 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আহত সরোয়ার মালিথা (৭০) নামে এক বৃদ্ধ রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে মারা গেছেন।
পুলিশ জানায় বুধবার উপজেলার চরপাড়া গ্রামে পরিবারিক বিরোধ ও ছেলেদের মধ্যে খেলা-ধুলা নিয়ে সরোয়ার মালিথার পরিবারের লোকজনের সঙ্গে প্রতিপক্ষ চতুর আলীর ছেলে বাদশা, ভুগোল, আসাদুলের কথা কাটাকাটি হয়। রাতে সরোয়ার মালিথা ও তার ছেলে হককে ডেকে নিয়ে বাদশা, ভুগোল, আসাদুল ও সাধনসহ ১০-১২ সরোয়ার মালিথার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এ সময় সরোয়ার মালিথার ছেলে আব্দুল হক মালিথা হামলাকারীদের বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও পিটিয়ে আহত করা হয়। আহত অবস্থায় সরোয়র মালিথাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, আহত ব্যক্তি মারা যাওয়ার খবর শুনেছি। মামলা হয়েছে। পুলিশ ব্যবস্থা নেবে।
Leave a Reply