December 6, 2023, 3:30 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খোকসায় অনেক লোকের সমাগমে মেয়ের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করার দায়ে মেয়ের বাবা ও বরকে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার বেলা বারোটার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঐ গ্রামের আফজাল হোসেন তার মেয়ের বিয়ে উপলক্ষ্যে ব্যাপক সমাগম করে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ঘটনাস্থলে যান। এ সময় তিনি উভয় পক্ষের সকল অতিথিদের কে বিয়ের অনুষ্ঠান ত্যাগ করে চলে যেতে বলেন। পরে উভয় পক্ষের কয়েকজন লোকের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে বিয়ে সম্পন্ন হয়। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে ব্যাপক আয়োজন করার অপরাধে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মেয়ের বাবা আফজালকে ১০ হাজার টাকা ও র মেহেদী হাসানকে যথাক্রমে ১০ হাজার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply