December 3, 2023, 11:12 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আশঙ্কাকে সত্যি করেই কুষ্টিয়ায় জেঁকে বসল মহামারি করোনা। রবিবার (জুন ২১) একদিনে রেকর্ড ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় মোট আক্রান্ত হলো ৩৮৪ জন।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ার ১৮২ টি নমুনা পরীক্ষা হয়।
আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১৪ জন, কুমারখালী উপজেলায় ৬ জন, ভেড়ামারা উপজেলায় ৬ জন, দৌলতপুর উপজেলায় ৬ জন ও মিরপুর উপজেলায় ৫ জন মোট ৩৭ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১৪ জনের মধ্যে জেনারেল হসপিটাল কোয়ার্টারে ১ জন, মোল্লাতেঘরিয়া ১ জন, আড়ুয়াপাড়া ৩ জন, সোনালি ব্যাংক ১ জন, হাউজিং ২ জন, পুলিশ লাইন ২ জন, কোর্ট স্টেশন ১ জন, কলেজ পাড়া ১ জন ও ঠিকানা উল্লেখ নাই ২ জনের।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৬ জনেরমধ্যে বাখই ১ জন, পান্টি ১ জন, নগরসাঁওতা ২ জন, কুন্ডুপাড়া ১ জন, দক্ষিণ ভবানিপুর ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৬ জনের মধ্যে বামুনপাড়া ১ জন, ১৬ দাগ ১ জন, নওদাপাড়া ১ জন, সোনালি ব্যাংক ৩ জন।
দৌলতপুর উপজেলায় সালেমপুর ১ জন, কইপাল ৩ জন, ফিলিপনগর ১ জন, দৌলতপুর ১ জন।
মিরপুর উপজেলার মিরপুর ৩ জন ও বিজিবি ২ জন।
Leave a Reply