December 13, 2024, 3:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, রাজবাড়ী/
রাজবাড়ীতে এক করোনা আক্রান্ত রোগী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
তার নাম তপন দত্ত (৪৫)। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় শহরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সুত্র ধরে পুলিম জানায় বুধবার (১০ জুন) বিকেলে তপন দত্ত জানতে পারেন তার করোনা পজিটিভ। বৃহস্পতিবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের সদস্যরা তার বাড়ি পরিদর্শন করে আসার পর পরই তিনিসহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান। বিকেলে স্বাস্থ্যবিভাগের সদস্যরা দ্বিতীয় দফায় তার বাড়িতে গিয়ে তপন দত্তকে না পেয়ে রাত ১০টার মধ্যে তাকে হাজির হতে বলে যান। সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভাজনচালা মোড়ে নির্মাণাধীন একটি ভবনের তিনতলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তপন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, বিষয়টি এমনই মনে হচ্ছে। তবে পুলিশ প্রয়োজনে আরো তদন্ত করবে।
Leave a Reply