November 12, 2024, 7:40 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
বাল্যবিয়ে সংঘটনের ৮ দিন পর ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে বর ও কনের পিতাকে। ঘটনা জেলার খোকসা উপজেলার।
কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া গ্রামের মুছা করিমের স্কুল পড়ুয়া মেয়ে কে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বর ও কনের পিতা কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত ২৭ মে এই বিবাহ হয়।
খোকসা থানার এসআই সোহেল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে দশটার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ও ৮ ধারা মোতাবেক এ প্রদান করেন।
বাল্যবিবাহের অভিযুক্ত স্বামী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ইসলাম শেখের ছেলে রাশিদুল ইসলাম (২৩) কে ১০ হাজার টাকা ও কনের বাবা মুছা করিমের কে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Leave a Reply