November 7, 2024, 10:17 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রীতিমতো সুরক্ষা পোশাক পরিধান করে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ভূয়া ‘চিকিৎসককে’ আটক করা হয়েছে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
অভিযুক্ত ওই ভূয়া চিকিৎসকের নাম সাগর ইসলাম (১৮)। সে দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের জামিল ইসলামের ছেলে।
রোববার (১০ মে) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসাহাক আলী ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক ওই ভূয়া চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ভূয়া চিকিৎসক সাগর ইসলাম সুরক্ষা পোশাক পরিধান করে হাসপাতালের জরুরী বিভাগে রোগী দেখছিলেন। এখানেই শেষ নয় চিকিৎসা নিতে আসা রোগীদের তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা প্রেসক্রিপশনে লিখে তার পছন্দমত ডায়াগনস্টিক সেন্টারে প্রেরণ করেছিলেন।
দ-প্রাপ্ত ভূয়া চিকিৎসক সাগর ইসলামকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply