October 12, 2024, 10:05 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কুষ্টিয়ার পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে ফলপ্রসূ বৈঠকের পর কুষ্টিয়া ট্রান্সপোর্ট ওনার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিটি এসোসিয়েশন এ ধর্মঘট প্রত্যাহার করে। শনিবার সকাল থেকে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর অভিমুখী বাস-সিএনজি চলাচল শুরু হয়েছে।
বৈঠককে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।
বৈঠকে কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস এবং মাইক্রোবাস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মাহবুব আলম, কুষ্টিয়া জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল ফজল সেলিম এবং কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌকির আহমেদ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মাহবুব আলম বলেন, বৈঠককে মূল সমস্যা সমাধানের উপর আলোচনা করা হয়েছে, যা ছিল বাস কর্মীদের এবং সিএনজি চালকদের মধ্যে যাত্রী তোলার ক্ষেত্রে বিরোধ।
তিনি জানান, বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় যে সিএনজি যানগুলো শহরের আলফার মোড়ে অবস্থান করবে। এগুলো শহরের মূল প্রবেশদ্বার মজমপুরে আসবে না। শুধুমাত্র রোগী বা জরুরী পণ্য বহনকারী সিএনজি গুলো শহরের কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এই চুক্তিতে পৌঁছানোর পর উভয় পক্ষ স্বাভাবিক যানবাহন চলাচল পুনরায় শুরু করার প্রতিশ্রæতি দিয়েছে।
এর আগে মঙ্গলবার জেলার ভেড়ামারা উপজেলায় সিএনজি চালকদের সাথে বাস শ্রমিকদের মারামারির পর বুধবার প্রথমদফা ধর্মঘট ডাকা হয়। সেটি নিরসন হয়ে বৃহস্পতিবার বাস চলে। পরে শুক্রবার সকালে, কুষ্টিয়া জেলার বাস, মিনিবাস এবং মাইক্রোবাস মালিক ও কর্মীরা জেলার সব রুটে অনির্দ্দিষ্ট কালের ধর্মঘট শুরু করে।
অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বণিক বার্তাকে জানান, শান্তিপূর্ণভাবে সমস্যা মেটানো হয়েছে। তিনি প্রত্যাশা করেন কোন পক্ষের মধ্যেই আর নতুন করে বিরোধ সৃষ্টি হবে না।
Leave a Reply