September 8, 2024, 2:30 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা চালুর দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় তারা শিক্ষক সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে । এসময় তারা শিক্ষক সমিতির বর্তমান নেতৃত্বের পদত্যাগ দাবি করে। তারা বলছে বর্তমান কমিটি শিক্ষা বান্ধব নয়।
বুধবার (২১ শে আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন সহ সমিতির বেশ কয়েকজন শিক্ষক অনুষদ ভবনের নিচে অবস্থিত কার্যালয়ে একটি আনঅফিসিয়াল মিটিংয়ে একত্রিত হলে খবর পেয়ে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়, তাদের পদত্যাগ দাবি এবং আওয়ামী ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের অভিযোগে কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা চালুর ক্ষমতা শিক্ষক সমিতির নেই। ক্লাস পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ডিনস কমিটি। ডিনস কমিটি থাকতে তারা কেনো আজকে এখানে এসেছে?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ে সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, শিক্ষার্থীদের উপরেও শিক্ষকদের এখন কিছুটা ভরসা রাখা উচিত। আমরা চাচ্ছি আগামী সপ্তাহের প্রথম দুই তিন দিনের মধ্যে যেন বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা চালু হয়। কারণ এই বিশ্ববিদ্যালয় এমনি সেশন জটের দীর্ঘ ইতিহাস আছে। যেহেতু ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার নেই, এখন দায়িত্ব গুলো ডিনদের উপরেই বর্তায়। আমি মনে করি, ডিনেরা যদি স্ব স্ব অনুষদে ক্লাস চালু করে, তাহলে আইনি কোন বাধা নেই।
শিক্ষকরা বলছেন, বিশ^বিদ্যালয়ের সকল অনুষদের সমন্বয়ে যে ডিনস কমিটি সেই কমিটি চাইলে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করতে পারে। শিক্ষক সমিতি এই ব্যাপারে দাবি জানাতে পারে কিন্তু সিদ্ধান্ত দিতে পারেনা।
সাধারণ শিক্ষার্থীরা বলছেন, প্রশাসন নেই তাই বলে সাধারণ ক্লাস হতে পারবে না এমনটা কেন হবে। ক্লাস-পরীক্ষার সকল বিষয়ই প্রশাসনের সাথে সংশ্লিষ্ট নয়। শিক্ষকরা স্বাধীনভাবে ক্লাস নিয়ে বিশ^বিদ্যালয়কে এগিয়ে রাখতে পারেন। তারা শিক্ষকদের সদিচ্ছার উপর এটা নির্ভর করে বলে জানান।
নাম প্রকাশে একজন শিক্ষক জানান, ক্লাস শুরু হতে কোন বাধা নেই। প্রশাসনের কোন সিদ্ধান্তের সাথে জড়িত নয় এমনসব ক্লাস তো হতেই পারে, মত দেন এই শিক্ষক।
Leave a Reply