September 8, 2024, 3:51 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া পদত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের পরিচালক ড. আমানুর আমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ই-মেইলযোগে পদত্যাগপত্র জমা দেন তারা।
এর আগে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাাপ্ত অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ২০২১ সালের জুনে বিশ্ববিদ্যালয়ে চতুর্থ উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ড. মাহবুবুর রহমান। অন্যদিকে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া।
আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম মেয়াদ। প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারের মেয়াদ শেষ হতো ২০২৫ সালে। সরকারের পতনের কারনে তারা পরিবর্তিত পরিস্থিতিতে কোন ধরনের অনিশ্চয়তায় থাকতে থাকতে চাননি বিধায় পদত্যাগ করেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
তিনজনের কার্যকালের মধ্যে তারা বিশ^বিদ্যালয়ে বিপুল বির্তকের জন্ম দিয়েছেন। তিনজনের বিরুদ্ধেই রয়েছে প্রচুর অভিযোগ। যার মধ্যে দূর্নীতি, কাজেকর্মে অদক্ষতা বিশ^বিদ্যালয়ে আওয়ামী দলীয় শিক্ষকদের মধ্যে কোন্দল সৃষ্টি করে রাখা অন্যতম। অনেককে নানাভাবে নির্যাতনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অনেককে প্রাপ্য থেকেও বঞ্চিত করেছেন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ রয়েছে। এ বিষয়ে দৈনিক কুষ্টিয়ার হাতে প্রচুর তথ্য ও প্রমাণাদি রয়েছে। সবিস্তারে শীঘ্রই তুলে ধরা হবে।
Leave a Reply