September 8, 2024, 2:43 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ার পর দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বার্তায় সরকার পতনের আন্দোলনে নেতৃত্বে দেয়া ছাত্রনেতাদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানান তিনি। বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।
আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে ইউনূস সেন্টারের পক্ষ থেকে বক্তব্যটি গণমাধ্যমে পাঠানো হয়েছে। বার্তায় মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের কোনো ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না।
ইউনূস বার্তায় আরো বলেন, সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।
প্যারিসে অবস্থানরত ড. ইউনূসের আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার কথা রয়েছে। তিনি ফিরলে দেশে অন্তর্র্বতীকালীন সরকার গঠন হবে।
Leave a Reply