October 10, 2024, 8:06 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন কেনাকাটায় অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৫ জুন) দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে এই দুটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ উঠেছে, মেডিকেলের কিছু কর্মচারী ও ঠিকাদারের বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন কেনাকাটায় বাজার মূল্যের কয়েকগুণ বেশি দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং চুক্তিপত্র অনুযায়ী সকল পণ্য সরবরাহ করা হয়নি।
অভিযোনের সময় দুদক টিম অভিযোগে উল্লিখিত হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ১৯টি মেডিকেল সরঞ্জামাদি ক্রয় বিষয়ক টেন্ডার ডকুমেন্ট যাচাই করে। টিম জানতে পারে, সরঞ্জামাদি সরবরাহের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এসপি ট্রেডিং হাউসকে বিভিন্ন মেয়াদে সময় বৃদ্ধি করে যন্ত্রাংশ সরবরাহে ২০২৩ সালের ডিসেম্বরে শেষ তারিখ দেয়। কিন্তু এ সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানটি মোট ৬টি যন্ত্রাংশ সরবরাহ করেছে। অদ্যাবধি অবশিষ্ট ১৩টি পণ্য সরবরাহ করা হয়নি। যে ৬টি পণ্য সরবরাহ করা হয়েছে তার টেকনিক্যাল স্পেসিফিকেশন, সার্ভে রিপোর্টসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম। নথিপত্র পর্যালোচনা করে অর্থ আত্মসাতসহ অন্যান্য অভিযোগের বিষয়ে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
অভিযান নিয়ে মেডিকেলের কেউ মুখ খোলেনি।
Leave a Reply