October 9, 2024, 6:28 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়া এর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়া চেয়ারম্যান লেখক গবেষক ড. আমানুর আমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার, বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সাবেক নেতা মহব্বত হোসেন, সাবেক ব্যাংকার ও সামাজিক সংগঠন নদী পরিব্রাজক দলের কুষ্টিয়ার সভাপকি খলিলুন রহমান মজু, সাবেক ব্যাংকার কবি শেখ আখতার, রোটারিয়ান ও কলেজ শিক্ষক ওবায়দুর রহমান, কুষ্টিয়া সরকারী কলেজের ইংরেজি বিভাগের সহয়োগী অধ্যাপক অজয় মৈত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নবীনূর রহমান, সামাজিক সংগঠন নোঙরের কুষ্টিয়ার সভাপতি শৈবাল আদিত্য, একটু পাশে দাঁড়াই’র সভাপতি মুস্তাফিজুর রহমান, জয়ীতা পদক প্রাপ্ত সংগঠক তানজিমা রহমান, কলেজ শিক্ষক শাকিলা দোলা, সিনিয়র সংগঠক এসএস রুশদি, ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি চপল আশিকুল, সংগঠক প্রিতম মজুমদার ও লেখক ও গবেষক ইমাম মেহেদী।
অনুষ্ঠান পরিচালনা করেন জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মুহাইমিনুর রহমান পলল।
বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক জোটের সিনিয়র সংগঠক, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের মহাসচিব শামীম রানা।
সার্বিক তত্বাবধান করেন সহ-সমন্বয়ক স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদ, সাধারন সম্পাদক মেহেরাব হোসেন মুশফিক, ইকোনমি কুষ্টিয়ার জামাল উদ্দিন, মনির আহমেদ. কুনাউয়ের অ্যাডমিন খাইরুল বাসার, বির্তাকিক কামরুল হাসান রোহিত, বটছায়ার সভাপতি ইলিয়াস জুবায়ের।
অনুষ্ঠানে সমগ্র জেলা কর্মরত ৫০টি সংগঠনের প্রায় ১৫০ জন সামাজিক সংগঠক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামীতে একটি সামাজিক সংগঠক উৎসব করার ঘোষণা করা হয়।
Leave a Reply