February 9, 2025, 7:41 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার টুঙ্গিপাড়ায় স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন।
অধিদফর সূত্রে জানা গেছে, তাকে আগামী ০২ (দুই) বছর মেয়াদে এ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।এ উপলক্ষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) তিনি জাতির পিতার মাজারে যান। এ সময় প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানপূর্বক দেশের সেবা করার সুযোগ দানের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জাতির পিতার সমাধি সৌধে সংরক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন।
এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা প্রতিশ্রæত স্মার্ট বাংলাদেশ গড়ার যে অভিলক্ষ্য গৃহীত হয়েছে এবং অঙ্গীকার করা হয়েছে তা বাস্তব্য়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের ভুমিকা রয়েছে মন্তব্য করে বলেন, একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে স্মার্ট স্টুডেন্ট তৈরি করতে হবে, স্মার্ট স্টুডেন্ট তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ঘটাতে হবে। এখানেই ভুমিকা রাখতে হবে এই অধিদপ্তরের কর্মকর্তাদের।
তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের প্রতি এবং ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফতেহা পাঠসহ দোয়া ও মোনাজাত করেন। তিনি মহান আল্লাহর নিকট বাংলাদশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীগণসহ এ অধিদপ্তরের বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন এর নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply