December 6, 2023, 3:29 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জ্বালানি হিসেবে ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকা থেকে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ শুক্রবার দুপুরে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে পৌঁছায়।
মনে করা হচ্ছে ৫ অক্টোবর এই ইউরেনিয়াম হস্তান্তর হবে। আর ৫ অক্টোবর ঐ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
ঢাকা থেকে আসা ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো দুপুর ১টা ২৫ মিনিটের দিকে প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এর আগে আজ সকাল ৭টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেয়।
গতকাল বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেজস্ক্রিয় জ্বালানির প্রথম চালান দেশে এসে পৌঁছায়। রাশিয়ার একটি উড়োজাহাজে করে এই জ্বালানি বাংলাদেশে আনা হয়েছে।
ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে নেওয়ার আগে ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি কাফি সরকার জানান, এ উপলক্ষে ঢাকা-পাবনার মধ্যে বাস চলাচল সীমিত রাখার কথা বলা হয়েছে।
এর আগে সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যান চলাচলের বিষয়ে অফিসিয়ালি কোনো ঘোষণা নেই। তবে, সময়মতো আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ বলেন, ‘ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে আসা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রকল্প সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই জ্বালানি হস্তান্তর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেবেন।
Leave a Reply