October 10, 2024, 1:11 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাশিয়া থেকে তিন লাখ টন গম আমদানি করছে সরকার। জিটুজি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে এ গম কিনতে ব্যয় হবে ১ হাজার ৩২ কোটি টাকা।
ইতোমধ্যে রাশিয়ান ফেডারেশন থেকে জিটুজি পদ্ধতিতে তিন লাখ টন গম কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ১ হাজার ৩২ কোটি ৯০ লাখ টাকায় এ গম আমদানি করবে খাদ্য অধিদপ্তর। এক্ষেত্রে প্রতি কেজি গমের দাম পড়ছে ৩৪ টাকা ৪৩ পয়সা। এর আগের লটে দাম ছিল ৩৩ টাকা ৩৭ পয়সা।
গত ১৯ জুন রাশিয়ার ফরেন ইকোনমিক করপোরেশন (এফইসি) গম সরবরাহের আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দেয়। সেই চিঠি পর্যালোচনা করে দেশের চাহিদা বিবেচনায় এফইসির সঙ্গে ১৭ আগস্ট ভার্চুয়াল সভায় জিটুজি পদ্ধতিতে গম আমদানির চুক্তিনামা এবং মূল্য নিয়ে আলোচনা ও নেগোসিয়েশন শেষে রাশিয়া থেকে প্রতি টন ৩১৩ মার্কিন ডলার দরে তিন লাখ টন গম আমদানির বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়।
Leave a Reply