February 9, 2025, 8:50 pm
হুমায়ূন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌর ভূমি অফিসের পাশে জানিপুর বাজারের ব্যবসায়ী বিশু পালের বাড়িতে আজ (রবিবার) ভোর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। ঘটনা ঘটেছে থোকসা থানার ১২০০ মিটারের মধ্যে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিযু পাল জানান, রাত আড়াই টার দিকে দরজার ছিটকিনি ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ১০/১২ জনের একটি ডাকাত দল। তারা সবাই মুখোশ পরিহিত ছিল। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যদের জিম্মি করে লকার, আলমারি ভেঙে সাত ভরি সোনা, নগদ আড়াই লক্ষ টাকা, মোবাইল সেট সহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়।
বিশুপাল জানান তিনি রাতেই খোকসা থানা পুলিশকে অবহিত করেন। ভোররাতে পুলিশের একটি টহল দল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে আসেন।
ওসি জানান, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিম তদন্ত করছে বলে তিনি জানান।
Leave a Reply