January 25, 2025, 3:17 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া থেকে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্ধা আর.ও. এইচ ফাউন্ডেশন তুরস্কে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।
শনিবার সংস্থার পক্ষে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) কার্যালয়ে। আর.ও. এইচ এর পাঠানো ত্রাণের মধ্যে রয়েছে ২ হাজার প্যাকেট শুকনো খাবার, ৩শ’র অধিক কম্বল। ২শ’র বেশি মানুষের জন্য হাত মুজা, পা মুজা, টুপি, কাফনের কাপড়, সানেটারি নাপকিন, বেবি ডায়পার।
আর.ও.এইচ ফাউন্ডেশন একটি সামাজিক উন্নয়নমূলক অলাভজনক প্রতিষ্ঠান। যার মাধ্যমে সমাজের অসহায়, দারিদ্র্য, ক্ষুদার্ত,দূর্যোগ আর.ও.এইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান মির্জা আফরাজুর রহমান জিহান বলেন মানবতার কাজের অংশ হিসেবে দূর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব, তাই সেই দায়িত্ববোধ থেকে আমরা আর.ও.এইচ ফাউন্ডেশন চেষ্টা করেছি তুরস্কের ভূমিকম্পে খতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর।
Leave a Reply