January 25, 2025, 1:31 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ফুটবলের মহারণের প্রস্তুতি নিয়ে ফেলল পর্তগাল। ঘোষিত হলো পর্তুগালের এবারের বিশ্বকাপের দল। এবারে পর্তুগিজদের নেতৃত্বে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে অধিনায়ক করেই কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের পর্তুগাল দল ঘোষণা করেছেন ফার্নান্দো সান্তোস।
গ্রুপ এইচ-এ আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পর্তুগাল। এরপর উরুগুয়ের সঙ্গে পর্তুগালের ম্যাচ ২৮ নভেম্বর, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২ ডিসেম্বর।
পর্তুগাল স্কোয়াড/
গোলরক্ষক : দিয়োগো কস্তা, রুই পাত্রিসিও, জোসে সা
ডিফেন্ডার : দিয়োগো দালোত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন দিয়াস, আন্তনিও সিলভা, নুনো মেন্দেস, রাফায়েল গেরেইরো
মিডফিল্ডার : রুবেন নেভেস, জোয়াও পালিয়ানিয়া, ওতাভিও, জোয়াও মারিও, মাথিউস নুনেস, বের্নার্দো সিলভা
ফরোয়ার্ড : ক্রিস্টিয়ানো রোনালদো, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, রিকার্দো হোর্তা, গোনসালো রামোস, আন্দ্রে সিলভা
Leave a Reply