February 10, 2025, 11:58 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ওজোপাডিকোর বিদ্যুৎ বিতরণ এলাকার বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তিনি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, কুষ্টিয়াতে একটি উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কুষ্টিয়ার মজমপুর উপকেন্দ্রের ক্যাপাসিটি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, উপকেন্দ্রটি গত ৩ সেপ্টেম্বরে সফলভাবে লোড প্রদান করা হয়।
মন্ত্রী তার ফেসবুক পেজে লেখেন :
দেশে পদ্মা সেতু চালু করার পাশাপাশি শিল্পায়ন ও আর্থ সামাজিক উন্নয়নের বিষয় বিবেচনায় রেখে পদ্মার এপারের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্পের মাধ্যমে ওজোপাডিকো ৬৪ টি উপকেন্দ্র নির্মানের উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় আজ ৮/০৯/২০২২ খ্রি. তারিখে কুষ্টিয়ার হাউজিং ৩৩/১১ কেভি ২*১০/১৩.৩৩ এম ভি এ উপকেন্দ্রটির সক্ষমতা বাড়িয়ে ২*২০/২৬.৬৬ এমভিএ উপকেন্দ্রে উন্নীত করা হয়। উপকেন্দ্রটিতে substation automation system (SAS) সহ SCAD সাপোর্টেড সকল ইকুপমেন্টস ব্যবহার করা হয়েছে। উন্নত ও আধুনিক প্রযুক্তির উপকেন্দ্রটির ক্ষমতা বৃদ্ধির ফলে কুষ্টিয়া শহরের সন্মানিত গ্রাহককে নির্ভরযোগ্য, গ্ণগত মান সম্পন্ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়বে।
Leave a Reply