December 12, 2024, 4:05 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ যুবজোট নেতা মাহাবুব খান সালাম নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। পলিশ বলেছে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ মে) দৌলতপুর থানায় বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন নিহত মাহাবুব খান সালামের বাবা এনামুল হক।
মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-৯ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (১১ মে) রাত ১১টার দিকে ভ্যানে করে আল্লার দর্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন মাহবুব। তার সাথে ছিলেন তার যুবজোটের আরো দুই কর্মী। তার বাড়ির অদুরে বয়ান মোড়ে পৌঁছামাত্রই ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। আক্রমণের শিকার হন যুবজোটের ঐ দুই কর্মীও।
তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ভবনে নিয়ে যাওয়া হয় সেখান থেকে শিফট করা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে রাত দেড়টার দিকে তিনি মারা যান।
মামলায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরীসহ একই পরিবারের ৬ জনসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, ইতোমধ্যে অভিযান চালিয়ে এজাহারে অন্তর্ভক্ত সোহান, নজিবুল ও মেহেদী নামের তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply