September 8, 2024, 2:15 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় দশম শ্রেণিতে অধ্যয়নরত ছেলের সঙ্গে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীর বিয়ে দেওয়ার ঘটনায় বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামসুন্নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘এ ঘটনা জানার পর বিষয়টি তদন্ত করতে উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুণ্ডুকে দায়িত্ব দেওয়া হয়। তিনি তদন্তে ঘটনার সত্যতা পান। তার সুপারিশের ভিত্তিতে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামসুন্নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
এদিকে, সদ্য বরখাস্ত হওয়া শিক্ষক শামসুন্নাহার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি নিঃশর্ত ক্ষমা চাই।’
উল্লেখ্য, গত ২০ মার্চ বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামসুন্নাহার দশম শ্রেণিতে অধ্যয়নরত নিজের ছেলের বিয়ে দেন তার স্কুলের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্রীর সঙ্গে।
Leave a Reply