November 15, 2024, 3:30 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গেটপাড়া ও সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মিরপুর উপজেলার বিজিবি সেক্টর-সংলগ্ন রেলগেট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি গ্রামের বাসিন্দা মোফাজ্জেল হোসেন (৬০) এবং মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট গ্রামের আকাশ আলীর দেড় বছর বয়সী মেয়ে আয়েশা খাতুন।
মনজের আলী বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একই উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গেটপাড়া এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দেড় বছর বয়সী শিশু আয়েশা ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার বিজিবি সেক্টর-সংলগ্ন রেলগেট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে মোফাজ্জেল হোসেন কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Leave a Reply