September 11, 2024, 1:58 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
উর্ধ্বগতিতেই রয়েছে খুলনা বিভাগের ১০ জেলার করোনা পরিস্থিতি। গত কয়েকদিনের করোনা শনাক্তের ধারা অব্যাহত রয়েঝে এখানে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে ৩৬.৩৬ শতাংশে দাঁড়িয়েছে। য়েখানে ২ হাজার ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন এ শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ৯৯।
আজ রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলার আছেন ২১২ জন। এ ছাড়া যশোরের ১৯১ জন, ঝিনাইদহের ৪৫, কুষ্টিয়ার ৮৭, নড়াইলের ১৪, মেহেরপুরের ৩৬, চুয়াডাঙ্গার ৫১, সাতক্ষীরার ৬৫, বাগেরহাটের ৭০ ও মাগুরার ১৩ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের ১০ জেলার ৪টিতে সংক্রমণ ৪০ শতাংশের ওপরে। এর মধ্যে বাগেরহাটে সংক্রমণের হার প্রায় ৫৫। সাতক্ষীরায় ৫৩, মেহেরপুরে ৪৩ ও মাগুরায় সংক্রমণের হার ৪২। সবচেয়ে কম সংক্রমণের হার চুয়াডাঙ্গায় ২১ দশমিক ৩৪।
বিভাগে বর্তমানে করোনা রোগী আছেন ৮ হাজার ৩৮৪ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৯৫ জন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২১ হাজার ২৭৫ জনের। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২০৬ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৮৫ জন।
Leave a Reply