November 12, 2024, 6:42 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রখ্যাত বিচারপতি রাধাবিনোদ পালের বাস্তুভিটা পরিদর্শন ও পুস্পমাল্য অর্পণ করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) প্রতিনিধিবৃন্দ। এসময় সেখানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দনা উপস্থিত ছিলেন। সেখানে তারা রাধাবিনোদ পালের বাস্তভিটা প্রাঙ্গণে পুস্পমাল্য অর্পণ করেন এবং ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন সভাপতি প্রফেসর ডাক্তার এ কে আজাদ এবং জাইকার প্রতিনিধি রিও জ্যাকি।
বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামে বিচারপতি রাধাবিনোদ পালের বাস্তভিটা পরিদর্শন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন, প্রখ্যাত হূদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার এম আর খান, বারডেমের ডায়াবেটোলজি এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান, বারডেমের চর্ম বিভাগের অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, বারডেমের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সরোয়ার ইকবাল, বারডেমের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার জাহিদ আলম, বারডেমের নিউরোলজি বিভাগের ইউনিট প্রধান সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ রাশেদুল ইসলাম, বারডেমের গাইনি বিভাগের ইউনিট প্রধান ডাক্তার জেসমিন জেরিন, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টর্লিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply