October 5, 2024, 9:00 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও শনাক্তের হার অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩২৬ টি নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৮০ শতাংশ।
এর আগের ২৪ ঘন্টা সময়ে ২৭৬ নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ১৪ শতাংশ। তার আগের ২৪ ঘন্টায় ৮০৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৩০ জনের। পরীক্ষািে বচনায় শনাক্ত হার ছিল ৩২ দশমিক ০১ শতংশ।
আজ বুধবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান কুষ্টিয়াতে হোম আইসোলেশনে আছেন ৬৫৩ জন। আগের ২৮ ঘন্টায় এই পরিমাণ ছিল ৫৪২ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২ জন। আগের ২৪ ঘন্টায় ছিল ২০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৮২ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ৭৯০ জন।
Leave a Reply