November 15, 2024, 2:07 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। এরই মধ্যে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম সকালে গনমাধ্যমকে এ তথ্য জানান।
এদিকে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এ প্রবাহ সব থেকে বেশী চুয়াডাঙাতে। ইতোমধ্যে সেখানে গতকালের চেয়ে তাপমাত্রা কমেছে। রাত থেকেই এ জেলা পুরোপুরি শৈত্যপ্রবাহের আওতায় চলে আসবে। সেখানে আজ তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
পাশর্^বর্তী কুষ্টিয়া ও মেহেরপুরে তাপমাত্রা কমতির দিকে। শৈত্যপ্রবাহ এ জেলাগুলোতেও প্রভাব ফেলবে।
আজকে রাজধানীতে তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে চুয়াডাঙ্গাতে। আমাদের এরপরের পূর্বাভাসে এটা আরও কমে আসতে পারে।
Leave a Reply