October 15, 2024, 9:07 am
শেখ ইমন, শৈলকুপা (ঝিনাইদহ)/
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের আয়োজনে শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রহমত আলী মন্টু, মনোয়ার হোসেন মালিতা। বক্তব্য রাখেন অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন,প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামিম খান,এস আই আলিমুজ্জামান প্রমুখ।আলোচনানুষ্ঠান শুরুর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় মুক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply