October 10, 2024, 2:08 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, দৌলতপুর কলেজের প্রভাষক শরীফুল ইসলাম, শিক্ষক গাউসুল আজম সরকার, ইউনিয়ন সচিব আব্দুল্লাহ আল মারুফ ও শিক্ষার্থী সাদিয়া আক্তার। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন সচিব, উদ্যোক্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনা সভা পরিচালনা করেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান। আলোচনা শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে উপস্থিত বক্তৃতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিবৃন্দ। এরআগে সকাল সাড়ে ৯টায় দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মু্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply