October 9, 2024, 9:33 pm
বিনোদন ডেস্ক/
২০১৬ সালে মারা যান প্রখ্যাত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি। পরের বছর ২৭ মার্চ মারা যান জনপ্রিয় খল অভিনেতা মিজু আহমেদ। প্রয়াত এই দুই শিল্পীর শেষ সিনেমা ‘এ দেশ তোমার আমার’ মুক্তি পাচ্ছে আগামী ৫ নভেম্বর। এত দেরিতে ছবিটি সেন্সরে জমা দেওয়া প্রসঙ্গে ছবিটির পরিচালক এফ আই মানিক বলেন, ‘দিতি মারা যাওয়ার বেশ কিছুদিন আগে সিনেমার শ্যুটিং শেষ করেছিলাম। এটি ৩৫ মিলিমিটারে শ্যুট করা হয়েছিল, পরে ডিজিটালে ট্রান্সফার করা হয়েছে। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। মাঝে তিনি অসুস্থ থাকায় কাজ শেষ করতে সময় লেগেছে।’ দীর্ঘদিন মারণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিতি। অন্যদিকে একটি চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য ট্রেনযোগে দিনাজপুর যাওয়ার উদ্দেশে ঢাকার বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছিলেন মিজু আহমেদ। হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন রোমানা। তিনিও আপাতত অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে সংসার করছেন।
Leave a Reply