October 9, 2024, 10:24 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াই বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের পক্ষ থেকে সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান লাল্টুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় ব্যাংকের মজমপুর শাখায় ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।
বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য ও স্বাধীনতা ব্যাংকার পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান লাল্টু।
বক্তব্য রাখেন ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর ড.মাহবুবুল আরফীন, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক ড.আমানুর আমান।
আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সাংগঠনিক সম্পাদক জাহাংগীর আলম, দপ্তর সম্পাদক জামিরুল ইসলাম, সহ-সম্পাদক রাশিদুল ইসলাম, প্রচার সম্পাদক রিপনুজ্জামান।
অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদ সদস্য মোসলেম উদ্দিন।
Leave a Reply