November 12, 2024, 5:51 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নতুন প্রজন্মই আমাদের দেশের ভবিষ্যৎ। শেখ হাসিনা সবসময় নতুন প্রজন্মকে নিয়ে ভাবেন। তাই মেধা বিকাশে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা করতে হবে।
গত শনিবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে হবে, দেশের উন্নয়ন সম্পর্কে জানতে হবে। তাহলে বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ হবে।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের সকল উন্নয়ন অগ্রগতি হয়েছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত ধরেই। শেখ হাসিনার পরিবার সবাই দক্ষ। তারা বিভিন্ন দেশে উচ্চশিক্ষা লাভ করেছেন। অপরদিকে বিএনপির নেত্রী খালেদা জিয়ার পরিবারের সদস্য, তারেক জিয়া বিভিন্ন দুর্নীতিতে জড়িত ছিল। তারা জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকতা করেছে। অর্থের বিনিময়ে তারা দুর্নীতিকে উৎসাহিত করেছিল। বিএনপি কোনো আদর্শবাদী দল নয়, ক্ষমতালোভী দল।
বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড.খন্দকার বজলুল হকের সভাপতিত্বে বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও গবেষক আবদুল গাফফার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ, এমপি মাশরাফি বিন মোর্ত্তজা প্রমুখ।
Leave a Reply