February 7, 2025, 12:31 am
আব্দুল আলিম ভেড়ামারা/
বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার নবগঠিত কমিটির কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ায় সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বুলবুলকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করেন।
ভেড়ামারা পৌরসভার ফারাকপুর রেলগেট সংলগ্ন এলাকায় গতকাল ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভায়
উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ায় সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বুলবুলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেন। ভেড়ামারা পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ভেড়ামারা পৌর শাখার সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ভেড়ামারা পৌর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক জাকির হোসেন বুলবুল। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, পৌর কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, নজরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন গামা।
Leave a Reply