দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব বাজেট থেকে কুষ্টিয়ার খোকসা উপজেলার মাছের চাহিদা ও পুষ্টি চাহিদা পূরণ কল্পে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কাপ জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (৯আগস্ট) সকালে উপজেলার নয়টি জলাধার, প্লাবন ভূমি ও পুকুরে ৩৯৩ কেজি কর্ব জাতীয় ( রুই,কাতলা ও মৃগেল) মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যূথী প্রমূখও।
জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপনে স্লোগানে ;”বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এ বছর উপজেলায় মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশের পুষ্টি চাহিদা পুরনে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিগত ১০ বছরের হিসেবে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়।
গ্রামীণ জনগোষ্ঠীর ৬০ শতাংশ আমিষের জোগান দিচ্ছে। বর্তমানে বাংলাদেশ মাছে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।
Leave a Reply