September 11, 2024, 3:46 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী আদর্শের দুর্দিনের অকুতোভয় কর্মী কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান লাল্টু বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ কতৃক ঘোষিত কমিটিতে তাকে এই পদে নির্বাচিত করা হয়। বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণতম নেতাদের অন্যতম সাবেক সংসদ সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডা. এসএ মালেক এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্বদ্যিালয়ের অধ্যাপক ড. আবম ফারুক।
মতিউর রহমান লাল্টু কুষ্টিয়ার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অঙ্গনে একটি দীর্ঘ পরিচিত নাম। একই সাথে তিনি একজন সফল ক্রীড়া সংগঠক। সাংবাদিকতা অঙ্গনেও রয়েছে তার দৃপ্ত পদচারণা।
কুষ্টিয়া শহরের আমলা পাড়ায় জন্ম নেয়া মতিউর রহমান লাল্টু জেলায় ব্যাপক জননন্দিত একজন মানুষ। আজীবন সমাজ হিতৈষী মানুষ মতিউর রহমান লাল্টু শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে মার্স্টা স ডিগ্রীধারী। লেখাপড়া শেষ করে চাকুরীর দিকে যতটা আগ্রহ ছিল তার চেয়ে বেশী ছিল সমাজকর্মের প্রতি। শিক্ষা জীবনের পালা চুকিয়ে চলে আসেন কুষ্টিয়ায়। জড়িয়ে পড়েন সামাজিক কর্মকান্ডে। দীর্ঘ এই সামাজিক কর্মে মতিউর রহমান লাল্টু দায়িত্ব পালন করেন একাধিক সংগঠন ও প্রতিষ্ঠানে। একই সাথে গড়ে তোলেন অসংখ্য সংগঠন।
মতিউর রহমান লাল্টু দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। তিনি দৈনিক খবরের কুষ্টিয়া জেলা সংবদাদাতা ছিলেন। তিনি রিপোর্টার্স ইউনিটি কুষ্টিয়া জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি ও বর্তমানে কুষ্টিয়া থেকে প্রকাশিত ত্রিশ বছরের পুরোন দৈনিক কুষ্টিয়া’র উপদেষ্টা সম্পাদক।
এ ছাড়া তিনি জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু দাতব্য চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি। আর্ত মানবতার সেবায় নিয়োজিত মতিউর রহমান লাল্টু বাংলাদেশ হার্ট রিসার্চ এসোসিয়েসন কুষ্টিয়া জেলার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, আওয়ামী আদর্শের সৈনিক মতিউর রহমান লাল্টুর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো বঙ্গবন্ধু পরিষদের সাথে নিজেকে সম্পৃক্তকরণ। আশির দশকে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ করতে বাধা পেতে হতো সেই সময়ে টগবগে তরুণ মতিউর রহমান লাল্টু দায়িত্ব নেন জেলায় বঙ্গবন্ধু পরিষদ গড়ে তোলার। বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণতম নেতাদের অন্যতম সাবেক সংসদ সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডা. এসএ মালেকের হাত ধরে তিনি জেলায় প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু পরিষদ। তিনি হন প্রতিষ্ঠাতা সভাপতি। যখন স্বেরাচারী এরশাদ শাসনামালে আওযামী লীগের কর্মকান্ড পরিচালনা দুরহ ছিল তখন মতিউর রহমান লাল্টু বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে এই জেলায় আওয়ামী লীগের নানা কর্মসূচী বাস্তবায়নে সহায়তা করেছেন। এই ধারা অব্যাগত রাখেন বিএনপি-জামাত জোট রকারের আমলেও। এসব করতে গিয়ে বারবার বিএনপি জামাত জোট সরকারের রোষানলে পড়েছেন। জেল পর্যন্ত খেটেছেন।
সমাজ ও সংগঠনে লড়াকু সৈনিক মতিউর রহমান লাল্টু বর্তমানে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির (মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিকস হাসপাতাল) এর পরিচালনা পর্ষদ এর সভাপতি। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতাল ঢাকা পরিচালনা পর্ষদ সদস্য।
মানব সেবা কার্যক্রমের স্বীকৃতি স্বরুপ তিনি কয়েক বার লায়ন আন্তর্জাতিক পুরস্কার, ঢাকাতে হাজী মোহাম্মদ মহসিন স্বর্ণ পদক ও ক্রীড়া লেখক সমিতির শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কারে ভূষিত হয়েছেন।
ব্যাক্তিগত জীবনে স্ত্রী নিলুফার রহমান এ্যানি, এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। ছেলে তানভীর রহমান ও পুত্রবধূ নাইমা রহমান বুশরা। তাদের এক কন্যা তাসনিম। মেয়ে লাইলা ইসরাত জাহান তিন্নি ও জামাতা আলীমুজ্জামান আলম বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি, ঢাকা ২য় বিভগ ফুটবল কমিটির চেয়ারম্যান, এজেড ইকেট্রিক এন্ড ইলেট্রনিক্ক্র মার্কেটের সত্বাধীকারী ও দেশের বিশিষ্ট শিল্পপতি এবং তাদের দুই সন্তান স্কলাষ্টিকা স্কুলের ছাত্র এনাকাস ও রাফায়েল।
অভিনন্দন/
মতিউর রহমান লাল্টু বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন থেকে অভিনন্দন জানানো হয়েছে। কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন পরিষদের সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম ইমন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক, দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান। ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন তাকে অভিনন্দন জানিয়েছেন। মাতিউর রহমান লাল্টুকে অভিনন্দন জানিয়েছেন সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমান ও সমন্বয়ক মোহায়মিনুর রহমান পলল।
Leave a Reply