February 8, 2025, 7:11 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় রেলওয়ে পশ্চিম জোনের একটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এ ফলে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটের দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের সামনে লুপ লাইনে তেলবাহী ঐ ট্রেনের ৫ টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশ্যে ৩০ টি বগি নিয়ে ট্যাংকারটি ১২.২০ মিনিটের দিকে উথলী রেলওয়ে স্টেশনে আসে। আরেকটি ট্রেনের ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়। ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশে ছাড়ে।
তিনি জানান ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় ১২ টা ৪০ মিনিটে ৫টি বগি লাইনচ্যুত হয়।
এদিকে এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শবর্তী দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে ৪ টি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে আছে।
স্টেশন মাস্টার মোহাম্মদ আলী আরও জানান, রেলওয়ে পশ্চিম জোনের ঈশ্বরদী থেকে সকাল সাড়ে ৭ টায় একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ শুরু করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেলা ১২টা পেরিয়ে যেতে পারে বলে তিনি জানান।
Leave a Reply