দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইতিহাসের জঘন্যতম বর্বরতা হামলার একুশে আগস্ট স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগষ্ট) বাদ মাগরিব উপজেলা আওয়ামীলীগের সভাপতির কার্যালয়ে সীমিত পরিসরে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম বাবলু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও সাহেব আলী প্রমুখও।
উক্ত আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বর্বোরোচিত গ্রেনেড হামলা করে হত্যার পরিকল্পনা মাস্টারমাইন্ড সহ সকল আসামিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। সেই সাথে মহিলা নেত্রী আইভি রহমান সহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিলজানি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আওয়াল।
২১ আগস্ট আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ, কৃষক লীগ,শ্রমীক লীগ, তাঁতী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply