June 1, 2023, 4:49 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ মৃত্যু হয়েছে। এদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। একই সময়ে ২০৯ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য জানান।
তিনি জানান চুয়াডাঙা সদর হাসপাতালের রেড জোনে ৩ জন ও হলুদ জোনে ৩ জনের মৃত্যু হয়েছে। রেড জোনে করোনা শনাক্তদের চিকিৎসা দেয়া হয়। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে যারা আসেন তাদের নমুনা পরীক্ষার পূর্ব পর্যন্ত হলুদ জোনে রাখা হয়।
রবিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৯৬ জন এবং আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩১৪ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৪ হাজার ৪১৭ জন।
গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৫২ জন।
নতুন যে ৩৮ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ১৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৬ জন, দামুড়হুদার ৬ জন এবং জীবননগরে ৮ জন রয়েছে।
বর্তমানে জেলায় সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ৭৫ জন আর বাড়িতে রয়েছেন ১ হাজার ৫২৬ জন।
Leave a Reply