
হুমায়ুন কবির, খোকসা/
ফজিলতুন্নেসা বাঙালি নারী জাতির উজ্জ্বল নক্ষত্র। অনুকরণে হতে পারে আমাদের বর্তমান নারী সমাজের কাছে। ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান এ কথা বলেন।

খোকসা মহিলা বিষয়ক অফিস কর্তৃক আয়োজিত রবিবার বেলা ১১ টার সময় উপজেলা অডিটরিয়ামে ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিনে আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখও।
আলোচনা সভায় বক্তারা মহীয়সী নারী ফজিলাতুন্নেসা মুজিবের জীবন কর্ম এবং তার দিক দর্শন নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনা সভা শেষে দুস্থ অসহায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে পাঁচটি সেলাই মেশিন বিতরণ করেন এবং তিনজন অসহায় নারীকে ২ হাজার করে টাকা নগদ একাউন্ট এর মধ্যমে বিতরণ করা হয়।
জন্মদিনের আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক ভুক্তভোগী নারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply