হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভেজাল গুড় উৎপাদন কারখানা দিলীপ ট্রেডার্সে কুষ্টিয়া জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযানে কর্মরত দু’শ্রমিকের প্রত্যেকের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাত ন’টা থেকে অভিযান শুরু হওয়া একটানা ৫ ঘন্টা অভিযান শেষে রাত ২ টায় জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান উপস্থিত সাংবাদিকদের জানান, জেলা স্যানিটারী ইন্সপেক্টরের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কুষ্টিয়া র্যাব-১২ ও খোকসা ফায়ার সার্ভিস এর সহযোগিতায় সেখানে অভিযান চলে।
গ্রেফতারকৃত দুই শ্রমিক হলেন, উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুর গ্রামের রশিদ মোল্লার ছেলে রেজাউল ইসলাম (৩৫) ও একই গ্রামের রব্বান শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৪)।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ও ৫২ ধারায় এই ভেজাল গুড় উৎপাদন কাজে সহযোগিতা করার অপরাধে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও কারখানায় মজুদকৃত ভেজাল ও নিম্নমানের চিনি, ময়দা, রং ও মোম সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ জব্দ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান সতর্ক করে বলেন, এর পরও ভেজাল গুড় উৎপাদন করলে পরবর্তীতে জেল-জরিমানার সহ উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
উল্লেখ্য চলতি বছরের ৩ এপ্রিল এরকম আরেকটি ভ্রাম্যমাণ আদালতে এই কারখানার মালিক দিলীপ বিশ্বাস ষষ্ঠী ও তার ভাই রাজকুমার বিশ্বাস কে জেল জরিমানা প্রদান করেছিল ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে পাওয়া ভেজাল গুড় উৎপাদন কারখানা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তাদের বিরুদ্ধে মোট ছয়টি ভ্রাম্যমাণ আদালত ও খোকসার থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয। আইনের ফাঁকফোকর এর কারনে তারা বাইরে এসে একই কাজ পরিচালনা করে।
Leave a Reply